হারাবার শখ
আমি হারিয়ে যাব নিবির বনের মাঝে,
হাসবো, কাঁদব, খেলব সেথায়
প্রতিটি সকাল সাঁঝে।
হাসবো, কাঁদব, খেলব সেথায়
প্রতিটি সকাল সাঁঝে।
আমি হারিয়ে যাব উর্দ্ধ গগন তরে,সীমাহীন প্রান্তরে ঘুরব তবমনের শখে উড়ে উড়ে।
আমি হারিয়ে যাব সমুদ্রের মাঝ দরিয়ায়,খুঁজিয়া অনেকে ক্লান্ত বদনেবেলা শেষে করবে হায় হায়।
আমি হারিয়ে যাব লোকালয়ের ঐ মেলাতে,সঙ্গীয় সাথীরা খুঁজে নাহি পাবে,বসে থাকব নাগর দোলাতে।
আমি হারাতে চাইনা এমন কোন স্থানে,যেখানে নারীর কলরবে মুখরিত রবে,খুঁজে পাবনা জীবনের মানে।
………… আবু সাঈদ মোঃ মোরছালিন রোমেন
………… ১৯/০১/২০২১ইং।
No comments:
Post a Comment